PhotoTale Competition

Phototale

প্রত্যেকটা ছবি তোলার পিছনে একটা ভাবনা থাকে। ছবি তুলতে গিয়ে ক্যামেরা শাটার ক্লিক করার আগে ছবিয়াল কী দেখে, কী ভাবে? তাই আমরা জানতে ও দেখতে চাই সেই ভাবনা ও ভাবনার প্রতিফলনে। ছবির পাশাপাশি সেই গল্পের সন্ধানেই Phototale Competition. সৃষ্টির পাশাপাশি তার পেছনে অনুপ্রেরণা, তার গল্প, তার সাথে জড়িয়ে থাকা টুকরো টুকরো স্মৃতি, এসব খুঁজতেই এই সেগমেন্ট।

প্রতিযোগীদের আলোকচিত্র পাঠাতে হবে। সাথে পাঠাতে হবে একটি ছোট লেখা। লেখাটি হতে পারে প্রেরণকৃত ছবিটির পেছনের গল্প নিয়ে। কিংবা শুধু ছবিটি নিয়ে। লেখাটি হতে পারে গল্পমূলক, অনুভূতিমূলক, অভিজ্ঞতা নিয়ে। ছবিটি নিয়ে কোন টেকনিক্যাল কথা চাচ্ছি না আমরা। আমাদের আগ্রহ ছবির পেছনের গল্পটি নিয়ে, ছবির গল্পটি নিয়ে।

Rule Book
Registration Link

For further inquiry:

Name: Mobile No: